Site icon Jamuna Television

ফ্লাই দুবাইয়ের গাফিলতির জন্য ভোগান্তিতে ১০৪ বাংলাদেশি

ফ্লাই দুবাইয়ের গাফিলতির কারণে ভোগান্তিতে পড়েছেন ১০৪ বাংলাদেশি। ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ বা ‘আইসিএ’ পত্র না থাকায় দুবাই এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানান, আরব আমিরাত কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর থেকে নতুন এই পদ্ধতি চালু করেছে। আইসিএ পত্র ছাড়া কাউকে সে দেশে প্রবেশের অনুমতি নেই।

তিনি বলেন, ফ্লাই দুবাইয়ের পক্ষ থেকে যাত্রীদের ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ। তবে ক্ষতিপূরণ পেলেও আরব আমিরাতে যাওয়া নিয়ে ঝুঁকিতে পড়েছেন অনেক যাত্রী।

তারা জানান, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে আবার শেষের পথে। কবে নাগাদ কর্মস্থলে ফিরতে পারবেন তা নিয়ে সংশয়ে পড়েছেন প্রবাসীরা।

ইউএইচ/

Exit mobile version