Site icon Jamuna Television

সংকটাপন্ন অবস্থায় জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সংকটাপন্ন অবস্থায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবীণ শিল্পীকে রাখা হবে ভেন্টিলেশনে।

রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৮৫ বছর বয়সী তারকার। চিকিৎসকরা জানিয়েছেন, এর আগেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। করোনাভাইরাসের চিকিৎসায় ডোনেট করা হয় দুই ইউনিট প্লাজমা। দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন প্রবীণ এই শিল্পী। সেটাই শ্বাসযন্ত্র ও মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলেছে।

রিপোর্টে বলা হয়, জ্বর-শ্বাসকষ্টের পাশাপাশি প্রস্রাবে মিলেছে ক্ষতিকর ই-কোলাই। গেলো মঙ্গলবার, কোভিড-১৯ নিয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

ইউএইচ/

Exit mobile version