Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। আগামী ৪ দিন সিনেট শুনানির মুখোমুখি হবেন ট্রাম্প নির্বাচিত প্রার্থী অ্যামি কোনি ব্যারেট।

করোনাভাইরাসের কারণে বেশ কয়েকজন আইনপ্রণেতা অসুস্থ। তাই শারীরিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে হবে ভোটাভুটি। ভার্চুয়াল শুনানিতে যোগ দেবেন সিনেটররা। অবশ্য মার্কিন নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে ক্ষমতাসীন প্রেসিডেন্টের মনোনীত প্রার্থীকে নিয়ে চলছে রাজনৈতিক গুঞ্জন।

বিরোধীদের অভিযোগ- সিনেট শুনানিতে ৪৮ বছরের আইনজীবী উৎরে গেলে সুপ্রিম কোর্টে ৬-৩ ব্যবধানে পিছিয়ে থাকবেন ডেমোক্র্যাটরা। দেশটির সর্বোচ্চ আদালতে বর্তমানে ৫ জন বিচারপতিই রিপাবলিকান পার্টির মনোনীত। অ্যামি নির্বাচিত হলে, বাড়বে আরও একজন।

রক্ষণশীল এই আইনজীবী গর্ভপাত এবং সমকামী বিয়ের ঘোর বিরোধী। একারণেই, তিনি জয় করেছেন কট্টর জাতীয়তাবাদী মার্কিনীদের মন।

ইউএইচ/

Exit mobile version