Site icon Jamuna Television

সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা

পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান।

সিলেটের আখালিয়ায় পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল রাত ২টার দিকে সিলেট কোতোয়ালী থানায় মামলা করেন তিনি।

মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। যদিও পুলিশ বলছে, ছিনতাই করার সময় গণপিটুনিতে আহত হয়ে মৃত্যু হয়েছে রায়হানের।

প্রতিবাদে গতকাল সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে পরিবারের দাবি- পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়েছে। তবে তদন্তের আগে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

ইউএইচ/

Exit mobile version