Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাইফুল-নাজমুলকে দুই দিনের রিমান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদাকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বিকেলে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন এ আদেশ দেন। কোতয়ালী থানার মামলার সুষ্ঠু তদন্তে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে মামলায় ভুক্তভোগী তাদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ তোলেন। ওই মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদা। গত রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন সংগঠনটির নেতারা।

Exit mobile version