Site icon Jamuna Television

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন পল-উইলসন

অর্থনীতিতে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসন।

নিলাম তত্ত্বের আধুনিকায়ন এবং নিলামের নতুন কাঠামো উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই দুই গবেষককে।

সোমবার সুইডেনের স্টকহোমে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। সাধারণ এককের ভিত্তিতে নিলাম নিয়ে ষাটের দশকে গবেষণা শুরু করেন তারা।

একাডেমির জেনারেল সেক্রেটারি গোরান কে হ্যানসন জানান, বর্তমানে ইন্টারনেট সাইটগুলোর কেনাবেচাও এখন চলছে নিলাম তত্ত্বের ওপর তাদের কাজের ভিত্তিতে। স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক এবং যৌথভাবে সুইডিশ মুদ্রায় এক কোটি ক্রোনার পাবেন দুই গবেষক। ১৯৬৯ সাল থেকে এ পর্যন্ত ৫২ দফায় মোট ৮৬ অর্থনীতিবিদ পেয়েছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।

Exit mobile version