আশুলিয়ার ইয়ারপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
নিহত আফাজ উদ্দিন আশুলিয়ার তাঁজপুর এলাকার মৃত রহম উদ্দিন পলানের ছেলে।
সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে (নুরজাহান মেডিকেল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার রাতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন চাচা আফাজ উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে তারই তিন ভাতিজা মজিবর রহমান পলান, রিয়াজ উদ্দিন পলান ও মোহসিন পলান।
নিহতের পরিবারে অভিযোগ তাদের বাড়ির জমির মাঝখান দিয়ে একটি রাস্তা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় গেল শুক্রবার তারা আফাজ উদ্দিনের ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয়রা তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসাপাতালে এবং পরে তাকে মোহাম্মদপুরের নুরজাহান মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

