Site icon Jamuna Television

শর্তসাপেক্ষে পেঁয়াজ রফতানির অনুমতি ভারতের, সুখবর নেই বাংলাদেশের জন্য

এখনোও চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ

শর্তসাপেক্ষে পেঁয়াজ রফতানির অনুমতি দিলো ভারত। তবে তা পরিবহন করতে হবে নৌপথে, তাও কেবল চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে। ফলে এই সিদ্ধান্তের সুবিধা পাবে শুধু সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আপাতত কোনো সুখবর নেই বাংলাদেশের জন্য।

গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের পর এই প্রথম আবার রফতানির অনুমতি দিল ভারত। তবে এই আদেশ অনুযায়ী ব্যবসায়ীরা শুধু বেঙ্গালুরু রোজ ও কৃষ্ণপুরাম জাতের পেঁয়াজই ১০ হাজার টন করে রফতানি করতে পারবেন। চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে সাধারণত সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় পেঁয়াজ পাঠায় ভারত। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানির কোনো খবর নেই।

এদিকে, চীন, তুরস্ক ও নেদারল্যান্ডস থেকে নতুন চালান আসবে চলতি সপ্তাহে। আগামী মাসের শেষ দিকে উঠবে আগাম দেশি পেঁয়াজ।

Exit mobile version