Site icon Jamuna Television

পাবনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে।

রোববার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের মৃত মান্নানের নবম শ্রেণি পড়ুয়া কন্যার (১৬) সাথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াগারফা গ্রামের শফিকুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদের (১৫) মোবাইলে প্রেমের সর্ম্পক হয়।

রোববার তানভীর ওই কিশোরীর বোনের বাচ্চাকে দেখতে প্রেমিকার বাড়িতে আসে। রাত হয়ে যাওয়ায় ওই বাড়িতেই থেকে যায় তানভীর। রাত নয়টার দিকে প্রেমিকা জরুরী প্রয়োজনে তানভীরের শয়নকক্ষে যায়। এরপরে নানা প্রলোভনে জোরপূর্বক তানভীর প্রেমিকাকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে তানভীরকে বাড়ির লোকজন ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুজনে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়েছে।

সোমবার দুপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর (৯/১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক তানভীরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানান ওসি।

Exit mobile version