Site icon Jamuna Television

নাগরিকদের মতো গরু-মহিষেরও পরিচয়পত্র দিবে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি সরকার

ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এবার নাগরিকদের মতো গরু ও মহিষের জন্যও চালু হচ্ছে আধার কার্ড। এক্ষেত্রে প্রতিটি গরু ও মহিষের জন্য থাকবে ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর। খবর ভারতীয় গণমাধ্যম জিনিউজ’র।

গরুর কানে চিপ সম্বলিত একটি হলুদ রঙের ট্যাগে সংশ্লিষ্ট গরু ও মালিকের সম্পূর্ণ তথ্য থাকবে। উত্তরপ্রদেশের পাঁচ কোটি বিশ হাজার গরু-মহিষের মধ্যে এক কোটি ৩৩ লাখ গরু-মহিষের কানে হলুদ রঙের ট্যাগ লাগানো হয়েছে। এরমধ্যে ৬৬ লাখ গরু ও ৬৭ লাখ মহিষের কানে চিপ সম্বলিত ট্যাগ লাগানো হয়েছে।

প্রশাসন জানায়, ট্যাগের ভিতর গরুর বয়স, ঠিকানা, প্রজাতি, টিকাকরণের সময়, দুধ দেওয়ার পরিমাণ, ওজন, গরুর মালিক এবং তার ফোন নম্বর থাকবে। দুধ দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেলে গরুকে গোয়াল থেকে তাড়িয়ে দেয় অনেক মালিক। ফলে রাস্তায় ঘুরতে ঘুরতে কখনো সেই গরু অনাহারে মারা যায় বা দুর্ঘটনার কবলে পড়ে। প্রতিটি গরুর কানে ট্যাগ থাকলে এই ধরনের কাজ করার সাহস পাবে না পশুপালকরা।

উত্তরপ্রদেশ সরকার জানায়, আগামী বছরের মার্চ নাগাদ উত্তরপ্রদেশের প্রতিটি গরুর আধার কার্ড তৈরি হয়ে যাবে।

Exit mobile version