Site icon Jamuna Television

ইউ’র অনুরোধ উপেক্ষা করে পূর্ব ভূমধ্যসাগরে আবারও জাহাজ পাঠালো তুরস্ক

ইউরোপীয় নেতাদের সমস্ত অনুরোধ উপেক্ষা করে আবারও পূর্ব ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধানকারী জাহাজ ওরুজ রেইসকে প্রেরণ করেছে তুরস্ক। তুর্কি সেনাবাহিনী জানায়, গ্রিসের কাস্তেলরিজো দ্বীপের কাছে আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালাবে ওরুচ রেইস। এসময় ওরুপ রাইসের সঙ্গে যোগ দেবে আরো দুইটি জলযান। খবর ডয়েচে ভেলে’র।

এরআগে গত আগস্টে এই জলসীমায় অনুসন্ধান চালিয়েছিল ওরুচ রেইস। তারপর গ্রিসের সাথে উত্তেজনার এক পর্যায়ে জাহাজটি উপকূলে ফিরে আসলে তুর্কি কর্মকর্তারা জানান, জাহাজটিতে কিছু মেরামত করা প্রয়োজন তাই ফিরিয়ে আনা হয়েছে। পরবর্তীতে জাহাজটিকে আবারও পাঠানো হবে।

তুর্কি নৌবাহিনীর সহায়তায় ওরুচ রেইস বিতর্কিত জলসীমায় যাবার পর সেখানে ফ্রান্সও নৌবাহিনীর জাহাজ মোতায়ন করে।
ঐসময়, ইউরোপীয় নেতারা তুর্কি প্রেসিডেন্ট এরেদোয়ানকে উত্তেজনা কমাবার অনুরোধ করার পাশাপাশি নিষেধাজ্ঞা জারির হুমকিও দেয়।

Exit mobile version