Site icon Jamuna Television

ফখরুলের বাসায় ঢিল ছোড়ার অপরাধে বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় ঢিল মারার ঘটনায় সোমবার পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলের তিন জন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের দুই জন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তের জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।

Exit mobile version