Site icon Jamuna Television

সম্পত্তি লিখে নিয়ে বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখলো সন্তানরা

জোর করে সম্পত্তি লিখে নিয়ে বাবাকে পরিত্যাক্ত স্থানে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নওগাঁর রানীনগর উপজেলার শরীয়া গ্রামে।

স্বজন ও স্থানীয়রা জানান, ৭ মাস আগে জোর করে ৮০ বছরের বৃদ্ধ মজিবর ফকিরের জমি লিখে নেন তার সন্তানেরা। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চিকিৎসা না করিয়ে উল্টো একটি পরিত্যক্ত বারান্দায় পায়ে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে ছেলেরা।

প্রবীণ ওই ব্যক্তি শারীরিকভাবে এতটাই দুর্বল যে, নিজ হাতে রশি খুলে ফেলার শক্তিও নেই তার। এদিকে, আর্থিক সামর্থ্য না থাকায় স্বামীর চিকিৎসাও করাতে পারছে না বলে জানান স্ত্রী ফরিদা বেগম। দ্রুত তিনি তার স্বামীকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ফরিদা বেগম বলেন, ‘সন্তানরা বাবার জমি নিয়েছে সেই বাবার ভরন পোষণই দেয় না, নির্যাতন করে। আর আমার তো জমি জমা নেই, আমায় কেন দেবে?’

Exit mobile version