Site icon Jamuna Television

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে গেজেট প্রকাশ

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ গেজেট প্রকাশ করা হয়।

এরআগে, সকালে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড রেখে অধ্যাদেশ জারি করেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়ানোর অনুমোদন হয়। সংশোধন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’।

মূল আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হয়েছে। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে এবং বিচার শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে। ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এ সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন। এখন সংশোধন করে, করা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। সংসদ অধিবেশন না থাকায়, সংশোধনীটি জারি করা হয় অধ্যাদেশ আকারে।

Exit mobile version