Site icon Jamuna Television

পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু: গ্রেফতার এড়াতে পালিয়েছেন এসআই আকবর

সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নগরীর বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ফাঁড়ি থেকে পালিয়ে গেছেন। পুলিশি হেফাজতে রায়হানের উপর নির্যাতনের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তিনি ফাঁড়ি থেকে নিখোঁজ হন।

এর আগে আকবরসহ ৪ পুলিশকে সাময়িক বরখাস্ত এবং ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। এসময় তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকা না ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) পুলিশি হেফাজতে নির্যাতনের ফলে মৃত্যু হয় রায়হানের। ঘটনার পর পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়ার পর এসআই আকবরসহ এএসআই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদতে সাময়িক বহিষ্কার করা হয়। প্রত্যাহার করা হয়- এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেনকে।

Exit mobile version