Site icon Jamuna Television

স্বেচ্ছাসেবী অসুস্থ, করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করলো জনসন অ্যান্ড জনসন

স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায়, সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করলো জনসন অ্যান্ড জনসন। সোমবার, তথ্যটি নিশ্চিত করে মার্কিন প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তি রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে। দাবি- দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ঐ স্বেচ্ছাসেবী। প্রতিষ্ঠানটি ৬০ হাজার ব্যক্তির ওপর চালাচ্ছে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়াল। চলতি বছরের শেষ নাগাদ বা ২০২১ সালের শুরুতেই ভ্যাকসিন অনুমোদনের পর, বাজারজাত করার ঘোষণা দিয়েছিলো জনসন এন্ড জনসন।

সেপ্টেম্বরে, স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করা হয়।

Exit mobile version