Site icon Jamuna Television

রেডিয়েশন রুখতে মোবাইলের জন্য গোবরের চিপ আবিষ্কার করলো ভারতীয় গো-সংস্থা

মোবাইল ফোনে রেডিয়েশন রুখতে এবার গোবরের তৈরি বিশেষ এক প্রকারের চিপ আবিষ্কার করেছে ভারতের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ (আরকেআ) এর সভাপতি বল্লভভাই কাঠারিয়া। খবর ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

সোমবার এই চিপ উন্মেচন করার ঘোষণা দেন তিনি। কাঠারিয়া বলেন, মোবাইল হ্যান্ডসেট থেকে ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি অনেকটাই শুষে নেবে এই গোবর থেকে তৈরি চিপ।

কাঠারিয়া জানান, ‘এটি একটি রেডিয়েশন চিপ। যদি মোবাইলে এই চিপ লাগিয়ে রাখা যায় তাহলে তেজস্ক্রিয় রেডিয়েশন বহুলাংশে কমানো সম্ভব হবে। শরীরে রোগ দূর করতে চাইলেও এই চিপ সাহায্য করবে।’

গোবর থেকে তৈরি এই মোবাইল চিপের নামকরণ করা হয়েছে গোস্বত্ব কবচ। রাজকোটের শৃজি গৌশালা এই চিপ প্রস্তুত করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কাঠারিয়া বলেন, ‘দেশে ৫০০’র বেশি গৌশালা এমন রেডিয়েশন ফ্রি চিপ প্রস্তুত করছে। প্রতিটি চিপের দাম ৫০-১০০ রুপি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি চিপের দাম ১০ মার্কিন ডলার।’

Exit mobile version