Site icon Jamuna Television

বন্যায় ভিয়েতনাম-কম্বোডিয়ায় ৪০ জনের মৃত্যু

বন্যায় ভিয়েতনাম-কম্বোডিয়ায় ৪০ জনের মৃত্যু

প্রবল বর্ষণে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় প্রায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীসহ আরও অনেকে নিখোঁজ বলেও জানা গেছে। এর মধ্যে আবার ক্রান্তীয় ঘূর্ণিঝড় নাংকার কবলে পড়তে যাচ্ছে ভিয়েতনামের উপকূল। খবর- সিএনএন।

চলমান বন্যায় ভিয়েতনামে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আর কম্বোডিয়ায় মৃত্যু হয়েছে ১১ জনের, দেশটিতে ২৫ হাজার বাড়িঘর ধসে পড়েছে; ধ্বংস হয়ে গেছে ৮৪ হেক্টর জমির শস্য।

অক্টোবর মাসের শুরুতেই ভিয়েতনামে শুরু হয় প্রবল বর্ষণ। এর ফলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বন্যার দেখা দেয় এবং প্রচুর ভূমিধসের ঘটনা ঘটে। অন্যদিকে প্রতিবেশী কম্বোডিয়া বন্যা কবলিত পশ্চিমাঞ্চল থেকে হাজার হাজার লোকজনকে সরিয়ে নিয়েছে বলে দেশ দুটির সরকারি কর্মকর্তারা ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় নাংকার প্রভাবে বন্যার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় নাংকার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর ফলে বুধবার থেকে শুক্রবার উত্তর ও মধ্য ভিয়েতনামে অঞ্চলগুলোতে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Exit mobile version