Site icon Jamuna Television

বহিষ্কার হয়েছেন পাবনার বেড়া পৌরসভা মেয়র

শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ‍দুর্ব্যবহার করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

সোমবার উপজেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় মেয়র কর্তৃক উত্থাপিত প্রস্তাব অনুমোদন না দেয়ায় পৌর মেয়র বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ এসেছে।

Exit mobile version