Site icon Jamuna Television

শমী কায়সারের বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস সিদ্দিকী নাজমুলের

অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে
শুরু হয়েছে সমালোচনা। বিষয়টি কোনোভাবে মানতে পারেননি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সিদ্দিকী নাজমুল আলম শমী কায়সারকে ফেসবুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, শমী কায়সার হ্যাপি থাকলে আমাদের সমস্যা কী?

মঙ্গলবার (১৩ অক্টোবর) শমী কায়সারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিদ্দিকী নাজমুল আলম। পাঠকদের জন্য সেই ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো-

সোজা কথা বলি

যে সব পুরুষেরা শমী কায়সারকে মনে মনে পাবার কামনায় জ্বলতো তারা তাদের কামনা থেকে ছিটকে পড়ে এখন শমী কায়সারের বিয়ের সমালোচনা করতেছে।

এবং যেসব নারীরা টাকা পয়সার প্রতি লোভী তারা শমী কায়সারের নতুন বরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে।

এই ধনাঢ্য ব্যবসায়ীর সম্পদের হিসাব কষে তারাও এই বিয়ের সমালোচনা করছে। আমার পক্ষ থেকে শমী কায়সার দম্পতিকে অভিনন্দন।

উনারা হ্যাপি থাকলে আমাদের সমস্যা কী?
# দ্যা হার্ট ইজ ফরমড ফর লাভ……

উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার পারিবারিকভাবে গত ২৭ সেপ্টেম্বর বিয়ে করেছেন।
তার স্বামী নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ইউএইচ/

Exit mobile version