Site icon Jamuna Television

ইউরোপে করোনার দ্বিতীয় সংক্রমণের মুখে কড়াকড়ি লকডাউন

ইউরোপে করোনার দ্বিতীয় সংক্রমণের মুখে কড়াকড়ি লকডাউন

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হওয়ায় ইউরোপে নতুন করে লকডাউন ঘোষণা করছে দেশগুলো।

বুধবার বিবিসি জানিয়েছে, চেক রিপাবলিক স্কুল, বার, ক্লাব বন্ধ করে তিন সপ্তাহের অচলাবস্থা জারি করতে যাচ্ছে। অঞ্চলটির এই দেশে প্রতি এক লাখ মানুষে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

নেদারল্যান্ডসে লকডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি পাবলিক ইনডোর অর্থাৎ জনাকীর্ণ আবদ্ধ পরিবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে আরও অনেক দেশের হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়ছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনে। সুস্থ ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৭৫৬ জন।

Exit mobile version