Site icon Jamuna Television

ঝিনাইদহে সীমান্তে ৫ রোহিঙ্গা আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির সীমান্ত পিলার ৪৮ হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মান্দারতলা বাজার হতে ৫ জন রোহিঙ্গাদের আটক করেছে ৫৮ বিজিবি।
এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছে। এছাড়াও সহয়তাকারী দালাল ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি চালক মোঃ নাজমুল হোসেনকে আটক করা হয়।

৫৮ বাংলাদেশ বর্ডার গার্ডের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, আসামিগন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করা হয়। আটককৃত আসামিদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এরা সকলে কক্সবাজার জেলার উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-৪ হতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে।

Exit mobile version