Site icon Jamuna Television

রাজধানীতে ঢাবি ছাত্রের আত্মহত্যা

ফাইল ছবি।

রাজধানীর আদাবরে শুভ জ্যোতি মন্ডল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে সংবাদ পেয়ে আদাবর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৪১ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহিদুজ্জামান বলেন, তিনি তার বোন ও দুলাভাইয়ের সাথে আদাবরে থাকতেন। পরিবার থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি তার কিছু মানসিক সমস্যা ছিল। আজ সকাল ১১টার দিকে ঘুম থেকে উঠে তিনি নাস্তা করেন তারপর আবার তার রুমে যেয়ে দরজা আটকে দেন। পরবর্তীতে তাকে ডাকার জন্য দরজা ধাক্কা দেয়া হলে ভিতর থেকে কোন সাড়া না পাওয়ার পুলিশে খবর দেয়া হয়। পুলিশ রুম থেকে তার লাশ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে ঢাবির ওই ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

Exit mobile version