Site icon Jamuna Television

সবজি ক্ষেতে মিললো কৃষকের জবাই করা লাশ

কক্সবাজার প্রতিনিধি:

চকরিয়ার সুরাজপুর মানিকপুরের বোয়াইল্যাঘোনা পাহাড়ে নিজের সবজি ক্ষেত থেকে আইয়ুব নবী (২২) নামের এক কৃষকের জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মো. আইয়ুব নবী ইউনিয়নের ভিলেজার পাড়ার মো. শাহ আলমের ছেলে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে অন্তত তিন কিলোমিটার দূরে বোয়াইল্যাঘোনা পাহাড়ে নিজের সবজি ক্ষেতে প্রতিদিনের মতো কাজ করতে যায় আইয়ুব নবী। বিকেলেও বাড়ি না ফেরায় সন্ধানে গিয়ে ক্ষেতের মধ্যে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনেরা। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনদের বরাতে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, পূর্ব শত্রুতার কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।

ইউএইচ/

Exit mobile version