Site icon Jamuna Television

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে পানিতে ডুবে তহুরা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তহুরা খানম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির উজ্জামান মটুর মেয়ে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. আকরাম হোসেন খান।

পরিবার সূত্রে জানা যায়, নিহত তহুরা খেলতে খেলতে হঠাৎ করে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তাকে পুকুরের মধ্যে থেকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ইউ্‌এইচ/

Exit mobile version