Site icon Jamuna Television

নারীর সহায়তায় সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে এক নারীর সহায়তায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুস সামাদ।

বুধবার বিকেলে নাসিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, উপজেলার নাসিমাবাদ গ্রামের এক নারীর সহায়তায় পনের বছর বয়সী স্থানীয় এক কিশোরীকে ফুসলিয়ে গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুই দফায় ধর্ষণের ঘটনা ঘটায় সামাদ। এ ঘটনা প্রকাশ করলে কিশোরীকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরে মেয়েটি তার অভিভাবককে ঘটনা জানালে অভিভাবকের সহায়তায় মঙ্গলবার রাতে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাই করে এজাহারগ্রহণপূর্বক নিজ বাড়ি থেকে সামাদকে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version