Site icon Jamuna Television

করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা রিপোর্ট নেগেটিভ এলো ভারতের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তার কোভিড পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, তার শরীরে আর করোনাভাইরাস নেই। খবর- আনন্দবাজার পত্রিকা।

করোনামুক্ত হওয়ার পাশাপাশি আগের থেকে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে সৌমিত্রের। জ্বর তেমন নেই। চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি এই অভিনেতা।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে।

কিডনি, যকৃৎসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তার শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।
মঙ্গলবার ইকো, ইসিজি এবং রক্ত পরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি শঙ্কামুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

Exit mobile version