Site icon Jamuna Television

৭ মাস পর শুক্রবার খুলছে সিনেমা হল

অবশেষে দীর্ঘ সাত মাস পর আগামী শুক্রবার (১৬ অক্টোবর) সিনেমা হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত এলো। বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের পক্ষ বিষয়টি জানানো হয়।

তথ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হলো।

কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় বুধবার একটি পত্র জারি করেছে।

এরআগে, চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

Exit mobile version