Site icon Jamuna Television

পিরোজপুরের স্বরূপকাঠি সুতার কারখানায় আগুন

পিরোজপুরের স্বরূপকাঠি সুতার কারখানায় আগুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে স্বরূপকাঠি বিসিক শিল্প নগরীতে আগুনে পুড়ে গেছে একটি সুতার কারখানা।

উপজেলা স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ জানান, গতকাল রাতে শিল্পনগরীর শারমিন রোপ কারখানায় আগুন লাগে। পুড়ে যায় অবকাঠামো ও যন্ত্রপাতি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সুতা তৈরির কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কারখানায় পাটজাত ও প্লাস্টিক পণ্য তৈরি হতো। বিশ্বের প্রায় ৯টি দেশে পণ্য রফতানি হতো।

Exit mobile version