Site icon Jamuna Television

মানহানিকর খবরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ শাহরুখ-আমির-অক্ষয়রা

মানহানিকর খবরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ শাহরুখ-আমির-অক্ষয়রা

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই যেন গ্রহণ লেগেছে বলিউডের গ্ল্যামার দুনিয়ায়। বি-টাউনে মাদক যোগের একাধিক তথ্য, খবর প্রকাশ্যে এসেছে। প্রায় প্রতিদিনই নতুন কোনও গুঞ্জন খবরের শিরোনামে উঠে আসছে। এর বিরুদ্ধে এবার একজোট হয়ে প্রতিবাদ জানালেন বি-টাউনের বাসিন্দারা। ভুয়া-মানহানিকর খবর দেখানোর জন্য মিডিয়ার একাংশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন মোট ৩৪ জন প্রযোজক এবং বলিউড প্রধান চারটি সংগঠন। খবর- সংবাদ প্রতিদিন।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট অনুযায়ী, রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, টাইমস নাও, রাহুল শিবশংকর, নভিকা কুমার এবং আরও কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বলিউড সম্পর্কে ভুয়া, মানহানিকর খবর এবং কুৎসা ছড়ানোর অভিযোগ জানানো হয়েছে।

নিজের টুইটের হ্যাশট্যাগে তিনি শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, আদিত্য চোপড়া, করণ জোহর, রোহিত শেট্টি, সাজিদ নাদিয়াদওয়ালার মতো বলিউডের প্রথম সারির অভিনেতা-প্রযোজকদের নাম উল্লেখ করেছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পর বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুলেছিলেন অক্ষয় কুমার। কিছু মানুষের জন্য গোটা বলিউডকে কাঠগড়ায় না দাঁড় করানোর আবেদন জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। অনুরাগ-পায়েল মামলায় আবার নিজের নাম জড়ানোয় মানহানির মামলা করেছিলেন রিচা চড্ডা। এনসিবির সমনের আগেই তাকে নিয়ে ভুয়া খবর ছড়ানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রকুলপ্রীত সিংও। তবে এসবই ছিল টুকরো টুকরো প্রতিবাদ। তাও আবার ব্যক্তিগত স্তরে। এবার প্রায় বলিউড একযোগে প্রতিবাদের পথে হেঁটেছে।

Exit mobile version