Site icon Jamuna Television

ভারতের তেলেঙ্গানায় বন্যায় প্রাণ হারিয়েছেন ৩২ জন

ভারতের তেলেঙ্গানায় বন্যায় প্রাণ হারিয়েছেন ৩২ জন

ভারতের তেলেঙ্গানায় অতিবৃষ্টি-বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন; নিখোঁজ আরও পাঁচ। বৃহস্পতিবার, বিষয়টি নিশ্চিত করে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এরমধ্যে হায়দ্রবাদেই মারা গেছে দু’মাস বয়সী শিশুসহ কমপক্ষে ১৫ জন। স্থানীয় প্রশাসন জানায়, রাতভর বৃষ্টিতে ধসে পড়ে বহু ঘরবাড়ি। এতেই বাড়ছে হতাহতের সংখ্যা।

বুধবার থেকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তৈরি হয় জলাবদ্ধতা। ডুবে যায় বাড়ি-গাড়ি; ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন রাজ্য দু’টির লাখো মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে, দুর্গত অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এনডিআরএফ (NDRF) এবং সেনাবাহিনী।

Exit mobile version