Site icon Jamuna Television

ডেনমার্কের কাছে ধরাশায়ী ইংল্যান্ড

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ডেনমার্ক। আর এতেই উয়েফা নেশন্স লিগের দৌড়ে পিছিয়ে পড়লো ইংল্যান্ড। ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে ইংলিশরা।

শুরুর দিকে বল দখল ও আক্রমণে দুই পক্ষই ছিল সমানে-সমান। প্রথম আধা ঘণ্টায় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ৩১তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। এর তিন মিনিট পরই গোল হজম করে তারা।

সফল স্পট-কিকে নিজের শততম ম্যাচ রাঙান ক্রিস্তিয়ান এরিকসেন। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে এই গোলেই ড্যানিশদের ৩ পয়েন্ট এনে দিয়েছেন ইন্টার মিলান তারকা।

Exit mobile version