Site icon Jamuna Television

সচেতনতার মাধ্যমে ধর্ষণ প্রতিরোধের আহবান প্রধানমন্ত্রীর

আইনের পাশাপাশি সচেতনতার মাধ্যমে ধর্ষণ প্রতিরোধে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ধর্ষণের মত অপরাধ দমনে সরকার মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে লোক প্রশিক্ষণ কেন্দ্রে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে আর ফিরে যাবে না বাংলাদেশ। প্রত্যেকের জন্যই নিশ্চিত করা হবে ন্যায়বিচার। তৃণমূলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশকে দারিদ্রমুক্ত করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version