Site icon Jamuna Television

আকবরকে আমাদের দরকার, সকল ইমিগ্রেশনে চিঠি পিবিআই’র

সিলেট কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের স্বার্থে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে দরকার বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার। তিনি বলেন, রায়হান হত্যা মামলায় রহস্য উন্মোচনে এসআই আকবরকে খোঁজা হচ্ছে। সে যাতে পালাতে না পারে সেজন্য দেশের সব বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং পুলিশ প্রধান। শুধুমাত্র দশ হাজার টাকার জন্যই এই নির্যাতন, নাকি এটা পূর্বপরিকল্পিত শত্রুতা, তা তদন্তের পরে বলা যাবে। এছাড়া পুরো ঘটনা তদন্তের জন্য আকবরকে আটক করাই অন্যতম কাজ বলেও জানিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version