Site icon Jamuna Television

বান্দরবা‌নে সীমান্ত সড়‌কের কাজ শেষ হ‌লে নিরাপত্তা নি‌শ্চিত হ‌বে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান প্র‌তি‌নি‌ধি:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম‌পি ব‌লেছেন, প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে বান্দরবা‌নের সীমান্ত রক্ষা এবং সীমান্তে আ‌রও নিরাপত্তা জোরদার করার জন্য থান‌চি থে‌কে লিক‌রির সীমান্ত সড়কটি করা হ‌চ্ছে। আমরা আশা কর‌ছি এ সড়ক‌টির কাজ শেষ হ‌লে আ‌রও ইন‌ভেস্টর আস‌বে, আ‌রও লোকজন পুঁজি বি‌নি‌য়োগ কর‌বেন।

বৃহস্পতিবার (১৫ অ‌ক্টোবর) সকালে গণপূর্ত বিভাগ (পিড‌ব্লি‌উডি) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়‌নে এবং বাংলাদেশ পু‌লি‌শের সার্বিক সহ‌যো‌গিতায় ৯‌ কো‌টি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বান্দরবা‌নের থান‌চি থানার ৪ তলা ভবনের ফলক উ‌ম্মোচন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এ সময় তি‌নি আ‌রও ব‌লেন, বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবানই নয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটিও অনেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা যা কিছু করার দরকার সবই সরকার করছে বলেও জানান মন্ত্রী।

এরপর অতিথিরা থানা ভবনের সামনে বৃক্ষরোপণ ক‌রেন। প‌রে স্থানীয়‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় অনুষ্ঠানে যোগ দেন তি‌নি।

এ সময় বাংলাদেশ পু‌লি‌শের ইন্স‌পেক্টর জেনা‌রেল ড. বেনজীর আহ‌মেদ, বি‌পিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন‌নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আ‌নোয়ার হো‌সেন, বি‌পিএম, পি‌পিএম (বার), বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পু‌লিশ সুপার জে‌রিন আখতারসহ বি‌ভিন্ন অফিসের কর্মকর্তা, পু‌লিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবা‌দিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিকেলে নির্মাণাধীন সীমান্ত সড়কের বাগলাই নামক ৪ কি‌লো‌মিটার স্থান পরিদর্শন কর‌বেন তি‌নি। আগামীকাল শুক্রবার থান‌চির দুর্গম রেমাক্রী এলাকা পরিদর্শন ক‌রে বান্দরবান ত্যাগ কর‌বেন তি‌নি।

ইউএইচ/

Exit mobile version