Site icon Jamuna Television

পাবনায় একরাতেই কৃষকের ৪টি গরু চুরি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামের আমিন প্রামাণিক নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে একইরাতে ৪টি গরু চুরি গেছে।

বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

জানা গেছে, সংসারে স্বচ্ছলতা ফেরাতে কৃষি কাজের পাশাপাশি আবদুল মোমিনের ছেলে আমিন প্রামাণিক কিছুদিন ধরে গরু লালন-পালন শুরু করেন। বুধবার রাতে প্রতিদিনের মতো তার ছোট-বড় মিলিয়ে ৪টি গরুকে খাবার দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন।

সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। সম্বল হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগী ওই কৃষক।

আক্ষেপের সুরে আমিন প্রামাণিক বলেন, সংসারে স্বচ্ছলতা ফেরাতে ধার দেনা করে অনেক কষ্টে ২টি গাভী, ১টা বকনা ও ১টি ছোট বাছুর লালন পালন করছিলেন। দুধ বিক্রি করে ভালোই চলছিল তার সংসার। কিন্তু চোরেরা সব আশা শেষ করে দিয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্যে প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরই পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারে অভিযান শুরু করেছে।

Exit mobile version