Site icon Jamuna Television

দেশে আনা হলো চীনের তৈরি ৭টি অত্যাধুনিক বিমান

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা চীনের তৈরি ৭টি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান দেশে আনা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক চীনের দেহং মাংসি হতে সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে বিমানগুলো আজ চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অবতরণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীন থেকে বিমান আনার মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনী ঘাটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানে কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সাথে নতুন ক্রয়কৃত এই ৭টি বিমানের যোগ হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Exit mobile version