Site icon Jamuna Television

অনুত্তীর্ণ হয়েও বিচারপতির ছেলেকে নিয়োগ: রিটের রায় ২ নভেম্বর

ফাইল ছবি।

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে।

একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অনাস্থা প্রকাশের বিষয়ে দুই রিটকারী আইনজীবী জানান, মামলাটিতে সঠিক প্রতিকার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় তার অনাস্থা প্রকাশ করেছেন। এখন নিয়ম অনুসারে মামলাটির শুনানির জন্য প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন। এরপর সে বেঞ্চে এ মামলার ওপর শুনানি হবে।

Exit mobile version