Site icon Jamuna Television

করোনার কারণে ঋণ পরিশোধের সময় ৬ মাস বাড়িয়েছে জি২০ভুক্ত দেশগুলো

করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় ঋণ পরিশোধের জন্য নির্ধারিত সময় আরও ৬ মাস বাড়িয়েছে জি টুয়েন্টিভুক্ত দেশগুলো।

বুধবার বৈঠকে বসেন অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০ দেশকে নিয়ে গঠিত জোটের মন্ত্রীরা। সেখানে উন্নয়নশীল দেশগুলোকে দেয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। চলতি অর্থবছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার ঋণ দেয়া হয়েছে জোটটির পক্ষ থেকে। এর পাশাপাশি ৭৩টি দেশে অর্থসহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি সপ্তাহের শুরুতে ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফসহ বিভিন্ন আর্থিক সংস্থার পক্ষ থেকে সহায়তা বৃদ্ধি এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদ্দান বলেন, এই সংকট মোকাবেলায় এছাড়া আর কোনো উপায় ছিলো না। আগামী এপ্রিলে আমরা এ সংক্রান্ত আলোচনায় বসবো। প্রয়োজন হলে ঋণ পরিশোধের মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হবে।

Exit mobile version