Site icon Jamuna Television

যশোরে ২ বন্ধুকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের নিউ সোনা ব্রিকসের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে।

নিহতরা হলো মণিরামপুরের জয়ন্তা দক্ষিণপাড়ার আকতারের পুত্র বাদল (২৫) ও নিকমল বিশ্বাসের পুত্র আহাদ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিশ লাইনের কাজ করে দুই বন্ধু। সন্ধ্যার দিকে বাড়ি থেকে বলরামপুরের দিকে আসার সময় ফাঁকা মাঠের মধ্যে কয়েক সন্ত্রাসী এসে মোটরসাইকেল থেকে তাদের দু’জনকে নামিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যায় বাদল। আহত আহাদকে উদ্ধার করে স্থানীয়রা যশোর আড়াইশো শয্যা হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে বলে জানিয়েছেন যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেল ছিনতাই করার জন্য তাদের হত্যা করা হয়েছে। তবে তাদের বক্তব্য মনে হয় সঠিক নয়। কারণ তাদের মোটরসাইকেল ঘটনাস্থলে পড়ে রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Exit mobile version