Site icon Jamuna Television

শুভ জন্মদিন হেমা মালিনী

শুভ জন্মদিন হেমা মালিনী

বছর ৭০ পেরিয়েছে। কিন্তু বয়স যেন তার জন্য শুধুই একটি সংখ্যা। আজ ১৬ অক্টোবর জন্মদিন বলিউডের সত্তর ও আশির দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হেমা মালিনীর। কিন্তু এই বয়সেও দর্শকের কাছে ‘ড্রিম গার্ল’ হয়েই আছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে ‘তারকাসুলভ’ চেহারা নেই বলে তামিল পরিচালক সিভি শ্রীধর-এর সিনেমা থেকে বাদ পড়েছিলেন হেমা। পরে ১৯৬১ সালে ‘ইধু সাথিয়াম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় প্রবেশ করেন এ আবেদনময়ী অভিনেত্রী। এরপর একে একে শারাফাত, অভিনেত্রী, আন্দাজ, আমির-গরীব, সীতা অউর গীতা, ড্রিম গার্ল ইত্যাদি ছবির কল্যাণে জায়গা করে নেন দর্শকের মনের মণিকোঠায়।

বলিউডে সর্বপ্রথম বেল-বটম প্যান্ট ও শার্ট পরে অভিনয় করার সাহস দেখিয়েছেন হেমা মালিনী। সুন্দর চেহারা ও সুঅভিনয়ের কারণে বলিউডে আজও স্মরণ করা হয় থাকে।

বলিউড বাদশাহ শাহরুখ খানকে দিয়ে প্রথম পরিচালনায় আসেন হেমা। ১৯৯২ সালে ‘দিল আসানা হ্যায়’ ছবির জন্য শাহরুখকে চুক্তিবদ্ধ করেন হেমা। তার কারণেই বলিউডে শক্ত জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন শাহরুখ খান।

Exit mobile version