Site icon Jamuna Television

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

মেহেরপুরে এক গৃহবধূকে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী।

পুলিশ জানায়, ভোর রাতে গৃহবধূ রুবিনাকে সদর হাসপাতালে রেখে যায় কে বা কারা। তাকে দেখে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানান, মুখ থেকে বুক পর্যন্ত শরীর পোড়ানো হয়েছে। পরে খবর দেয়া হয় স্বজনদের।

এদিকে ঘটনার পর থেকে এনজিও কর্মী স্বামী মিলন ও তার দুই বছরের শিশু কন্যা মনিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সদরের শিশিরপাড়া এলাকার বাসিন্দা রুবিনা। ঘটনাটি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version