Site icon Jamuna Television

ইংল্যান্ডকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ পিসিবি’র

ইংল্যান্ডকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ পিসিবি'র

ইংল্যান্ডকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। ইসিবি রাজি হলে ১৫ বছর পর পাকিস্তানে যাবে ইংল্যান্ড।

আগামী বছরের জানুয়ারিতে সংক্ষিপ্ত সফরের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পিসিবির এই প্রস্তাবের কথা নিশ্চিত করেছে ইসিবি।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ মৌসুমে। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, উইন্ডিজ ও সবশেষ বাংলাদেশ, পাকিস্তান সফর করায় এবার জায়ান্টদের রাজি করানোর চেষ্টা করছে পিসিবি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইংল্যান্ড।

Exit mobile version