Site icon Jamuna Television

রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা। এক নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে আছে ওয়াহিদুল ইসলাম রানা, রেজাউল করিম, পিংকী আক্তার, আব্দুর রহমান দাড়িয়া, মো. জাকির হোসেন। এই চক্র নিয়ে যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের সূত্র ধরে তাদের আটক করা হয়।

পিবিআই জানায়, মেগা স্যাটেলাইট সিটি লিমিটেড প্রকল্পের নামে ১২ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের টার্গেট করতো।

Exit mobile version