Site icon Jamuna Television

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ষ্টাফ রিপোটার:

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চক চৈত্রহাটি গ্রামে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সদর থানাধীন মিরপুর দক্ষিণ পাড়ায় অভিযান পরিচালনা করে শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলীকে (৫০) গ্রেফতার করা হয়।

রমজান আলী সলঙ্গা থানার চক চৈত্রহাটি (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে। গ্রেফতারকৃত আসামি রমজান আলীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ নিশ্চিত করেন।

গত ২৮ আগষ্ট ঘটনার পর মেয়ের বাবা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এরপর থেকে রমজান আলী পালাতক ছিলো।

Exit mobile version