Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন লিখেছেন, আমাদের স্পর্শিয়া করোনায় আক্রান্ত, সবাই ওর জন্য দোয়া করবেন। ও ফোনে কথা বলতে পারছে না, তাই ফোন না করার জন্য অনুরোধ করছি।

জানা গেছে, গত সপ্তাহে করোনায় পজেটিভ হয় স্পর্শিয়ার। এখন তার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘরেই আছেন তিনি।

বর্তমানে স্পর্শিয়া পরিচালক অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

ইউএইচ/

Exit mobile version