Site icon Jamuna Television

এমপি নিক্সনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি, সদরপুর উপজেলা চত্বরে ১৪৪ ধারা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সদরপুর উপজেলা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের মামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ডাকে এমপি নিক্সন চৌধুরীর সমর্থকরা। একই সময়-একই স্থানে তার বিচারের দাবিতে পাল্টা কর্মসূচি দেয় সাবেক এমপি কাজী জাফরুল্লাহর অনুসারীরা। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আগামীকাল সকাল ৯ টা এ নিষেধাজ্ঞা পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানায় প্রশাসন।

Exit mobile version