Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণের সাথে জড়িত থাকতে পারে না: জয়

ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণ নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

শুক্রবার দেশব্যাপী বাংলাদেশ পুলিশের ‍উদ্যোগে আয়োজিত ‘নারীদের ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ’ কর্মসূচির আওতায় পুলিশ সদর দপ্তরের উদ্যোগে শাহবাগ থানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ পুলিশ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

এসময় কোথাও এরকম কোন অভিযোগ উঠলে নিপীড়নের শিকার হলে সাথে সাথে তা পুলিশকে পরে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য দেয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযুক্তদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে ধর্ষকদের পরপারে পাঠানোর ইঙ্গিত দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান।

সাজ্জাদুর রহমান জানান, তার আগের কর্মস্থলের এসপি থাকা অবস্থায় এক যুবকের বিরুদ্ধে নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত করে দেখা যায়, এর আগেও সে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় জড়িত শিশু ধর্ষণ অভিযুক্ত কিন্তু বারবার পার পেয়ে গেছে সে। পরে তাকে ধরে নিয়ে পরপারে পাঠিয়ে দেয়া হয়।

সেই উদাহরণ টেনে ডিসি সাজ্জাদুর রহমান টিএসসিতে বলেন, পরপারে কিভাবে পাঠানো হয় তা সবারই জানা। সুতরাং ধর্ষণের মতো ঘটনা বিশেষ করে শিশু ধর্ষণ যারা করবে, তাদেরকে সেরকম শাস্তি দেয়া হবে। সেই শাস্তিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

Exit mobile version