Site icon Jamuna Television

মৌলভীবাজারে নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে পুলিশ জনতা সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি:

নারীর প্রতি সহিংসতা নিরসনে ‘আপনার পুলিশ আপনার পাশে’ এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে পুলিশ-জনতা সমাবেশ হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্টিত হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক এর সভাপতিত্বে ও ওসি তদন্ত পরিমল চন্দ্র দে এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণের শাস্তি এখন মৃত্যুদন্ড, নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Exit mobile version