Site icon Jamuna Television

করোনার কারণে ঢাকায় এবার কুমারি পূজা অনুষ্ঠিত হবে না:পূজা উদযাপন পরিষদ

করোনা পরিস্থিতির কারণে ঢাকায় এবার কুমারি পূজা অনুষ্ঠিত হবে না। সিঁদুর খেলার আয়োজন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার সকালে ব্রিফিংয়ে এত থ্য জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। তিনি বলেন, স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা মেনেই এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার আমন্ত্রণে মধ্য দিয়ে শুরু হবে এবারের পূজা। ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবছর ৩০ হাজার ২১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Exit mobile version